সাংবাদিক সেতারা মূসা মারা গেছেন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৮:০৭ পিএম, ১৪ মার্চ ২০২৩
সাংবাদিক এ বি এম মূসার স্ত্রী সেতারা মূসা

সাংবাদিক সেতারা মূসা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বিশিষ্ট কলামিস্ট ও সাংবাদিক এ বি এম মূসার স্ত্রী।

মঙ্গলবার (১৪ মার্চ) বিকেল ৪টায় তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

বুধবার বাদ জোহর ফেনীর ফুলগাজী উপজেলার কুতুবপুরে দ্বিতীয় জানাজা শেষে তাকে স্বামী এ বি এম মূসার কবরের পাশে দাফন করা হবে।

মৃত্যুকালে তিনি এক পুত্র ও তিন কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। কর্মজীবনে তিনি পাকিস্তান আমলে দৈনিক পূর্বদেশ ও আওয়াজ পত্রিকাসহ বিভিন্ন জাতীয় দৈনিকে নারী পাতার সম্পাদক ছিলেন। এছাড়া তিনি সমাজসেবক হিসেবে অনেক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন।

মরহুমার মেয়ে সাংবাদিক পারভীন সুলতানা ঝুমা জানান, মঙ্গলবার বাদ এশা রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোড মসজিদে তার মায়ের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। বুধবার বাদ জোহর ফুলগাজীর কুতুবপুরে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হবে।

এদিকে, ২০১৪ সালের ৯ এপ্রিল রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন মারা যান সাংবাদিক এ বি এম মূসা। ১৯৩১ সালে ফেনীর ধর্মপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। ১৯৫০ সালে দৈনিক ইনসাফে যোগদানের মাধ্যমে তার সাংবাদিকতা জীবন শুরু। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বিবিসি, সানডে টাইমস প্রভৃতি পত্রিকার সংবাদদাতা হিসেবে মূসা রণাঙ্গন থেকে সংবাদ পাঠাতেন। স্বাধীনতার পর তিনি বিটিভির মহাব্যবস্থাপক, মর্নিং নিউজের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

আবদুল্লাহ আল-মামুন/এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।