প্রবীণ সাংবাদিক হারুনুর রশীদের জানাযা সম্পন্ন


প্রকাশিত: ০৭:২২ এএম, ০৩ মার্চ ২০১৬

প্রবীণ সাংবাদিক ও দৈনিক জনপদ পত্রিকার সম্পাদক হারুনুর রশীদ খানের নামাজে জানাযা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টায় জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।

এর আগে বুধবার (২ মার্চ) রাতে রাজধানীর খিলগাঁওয়ের বাসায় মস্তিস্কে রক্তক্ষরণ জনিত কারণে তিনি ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৬২ বছর।

বুধবার রাতে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে সাংবাদিক হারুনুর রশীদ খানকে তাৎক্ষণিক বারডেম হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

কর্মজীবনে তিনি দীর্ঘ দেড়যুগ দৈনিক বাংলাবাজার পত্রিকার উপদেষ্টা সম্পাদক পদে কর্মরত ছিলেন। ২০১১ সালে তিনি দৈনিক জনপদ পত্রিকার সম্পাদক পদে যোগদান করেন।

জাতীয় প্রেসক্লাব প্রঙ্গনে অনুষ্ঠিত নামাজে জানাযায় উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী, বিএফইউজের(একাংশ) মহাসচিব ওমর ফারুক চৌধুরী, ডিইউজের (একাংশ) নব-নির্বাচিত সভাপতি শাবান মাহমুদ, সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শাজাহান মিয়া, দফতর সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল প্রমুখ।

এএস/এমএমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।