বাংলাদেশ রেলওয়ে রিপোর্টার্স ফোরামের আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:০৩ এএম, ২২ মার্চ ২০২৩

রেলওয়ে বিটে কর্মরত সাংবাদিকদের অবাধ তথ্যপ্রবাহ ও সংবাদপ্রাপ্তির অধিকার সমুন্নত রাখতে বাংলাদেশ রেলওয়ে রিপোর্টার্স ফোরামের (বিআরআরএফ) আত্মপ্রকাশ হয়েছে।

গতকাল মঙ্গলবার দুপুরে রেলভবনে রেল বিটে কর্মরত সাংবাদিকরা এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দৈনিক ভোরের কাগজের সিনিয়র রিপোর্টার এন রায় রাজাকে আহ্বায়ক ও উবায়দুল্লাহ বাদলকে (আজকের পত্রিকা) সদস্য সচিব করে ১৯ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

কমিটিতে পিনাকি দাস গুপ্ত (ইত্তেফাক) ও মাহফুজুর রহমান( চ্যানেল ২৪)কে যুগ্ম আহ্বায়ক করা হয়। যুগ্ম সদস্য সচিব নির্বাচিত হন আরেফিন মাসুদকে (বিটিভি)। আহ্বায়ক কমিটির নির্বাহী সদস্যরা হলেন নিজামুল হক বিপুল (ঢাকা প্রকাশ), আমিনুল হক ভূঁইয়া ( একুশের সংবাদ.কম), রফিকুল ইসলাম সবুজ (সময়ের আলো), আদিত্য আরাফাত (ডিবিসি নিউজ) মো. রেজাউর রহিম (ভোরের আকাশ) তারেক সিকদার (বৈশাখী টিভি), মনিরুল মিল্লাত (৭১ টিভি), কাজী মোবারক হোসেন (বিডি নিউজ ২৪ ডট কম), আক্তারুজ্জামান (বাংলাদেশ প্রতিদিন) ঝর্ণা রায় (সারা বাংলা) একলাছ হক (ইনকিলাব), আল হেলাল শুভ (বৈশাখী নিউজ), নিশাত বিজয় (বাংলা নিউজ ২৪) এবং সানমুন আহমেদ (দেশ রূপান্তর)।

একইসঙ্গে কিশোর কুমার (প্রভাতী খবর), মশিউর রহমান (দৈনিক আনন্দ বাজার) ও আসাদুজ্জামান বিকুকে (দৈনিক পূর্বাঞ্চল) উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে মনোনীত করা হয়। কমিটি শিগগির একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।

আরএসএম/জেএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।