দাবায় তৃতীয় জাগো নিউজের সাঈদ শিপন

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৩১ পিএম, ১৪ মে ২০২৩

ঢাকা রিপোটার্স ইউনিটি-ডিআরইউ আয়োজিত ওয়ালটন স্মার্ট টিভি-ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২৩ এর দাবা ইভেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন চেসবিডি ডটকমের মোরসালিন আহমেদ। তিনি এ নিয়ে টানা ১৮তম বারের মতো দাবা ইভেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। ৫ রাউন্ড সুইস লিগ পদ্ধতির প্রতিযোগিতায় মোরসালিন ৫ খেলায় সাড়ে চার পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হন।

৫ খেলায় সাড়ে তিন করে পয়েন্ট অর্জন করে খবর সংযোগ ডটকমের মোশকায়েত মাশরেক দ্বিতীয় এবং জাগো নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক সাঈদ শিপন তৃতীয় স্থান অর্জন করেন।

এর আগে সকালে রাজধানীর জাতীয় ক্রীড়া পরিষদের ফেডারেশনের দাবা কক্ষে প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক ও ফিদে জোন ৩.২ এর প্রেসিডেন্ট সৈয়দ শাহাব উদ্দিন শামীম।

ঢাকা রিপোটার্স ইউনিটি-ডিআরইউ’র ক্রীড়া সম্পাদক মাহবুবুর রহমানের সঞ্চালনায় সংগঠনের সভাপতি মুরসালিন নোমানীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন হাইটেক-ইন্ডাস্ট্রিস পিএলসির সিনিয়র অতিরিক্ত পরিচালক মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন মো. মেহরাব হোসেন আসিফ, আন্তর্জাতিক দাবা বিচারক মো. হারুনুর রশিদ, ডিআরইউ’র সাবেক ক্রীড়া সম্পাদক মোরসালিন আহমেদ, শফিকুল ইসলাম শামীম এবং বান্দরবান জেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মজিবুর রশিদ। দিন ব্যাপী এ ইভেন্টে ডিআরইউ’পুরুষ সদস্যরা অংশগ্রহণ করেন।

এমএএস/এমআইএইচএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।