সাগর-রুনীর খুনিদের বিচার দাবিতে ডিআরইউর গণস্বাক্ষর শুরু


প্রকাশিত: ০৪:৩৬ এএম, ১৬ মার্চ ২০১৬

সাংবাদিক দম্পতি সাগর-রুনীর খুনিদের চিহ্নিত, গ্রেফতার ও বিচার দাবিতে সাংবাদিকদের গণস্বাক্ষর কর্মসূচি শুরু করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। মঙ্গলবার দুপুর ১২টায় ডিআরইউ চত্বরে আনুষ্ঠানিকভাবে এই গণস্বাক্ষর শুরু হয়।

কর্মসূচির প্রথমদিনে শতাধিক সাংবাদিক স্বাক্ষর করেন এবং সাগর-রুনীর খুনিদের দ্রুত বিচারের দাবি জানান।

স্বাক্ষর প্রদান অনুষ্ঠানে ডিআরইউর সভাপতি জামাল উদ্দীন, সহ-সভাপতি শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক রাজু আহমেদ, সাংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মদ জামাল হোসাইন, প্রচার প্রকাশনা সম্পাদক কাফি কামাল, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক হালিম মোহাম্মদ, ক্রীড়া সম্পাদক মজিবুর রহমান, কল্যাণ সম্পাদক জিলানী মিল্টন, কার্যকরী সদস্য শেখ মাহমুদ এ রিয়াত, শফিকুল ইসলাম শামীম ও মহসিন হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে গত ১১ মার্চ ডিআরইউ আয়োজিত সংবাদ সম্মেলনে ১৫ মার্চ থেকে মাসব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি ঘোষণা করা হয়। সংগৃহিত সাংবাদিকদের গণস্বাক্ষরসহ স্মারকলিপি প্রধানমন্ত্রীর কাছে পেশ করা হবে।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি মাছরাঙ্গা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মেহেরুন রুনী রাজধানীর রাজাবাজারে তাদের নিজ বাসায় নির্মম হত্যাকাণ্ডের শিকার হন।

একে/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।