সাংবাদিক মানিক লাল ঘোষের পিতার পরলোকগমন


প্রকাশিত: ১২:৪১ পিএম, ১৮ মার্চ ২০১৬

মাইটিভির জ্যেষ্ঠ প্রতিবেদক মানিক লাল ঘোষের পিতা ঠাকুর দাস ঘোষ পরলোকগমন করেছেন। শুক্রবার সকাল ৮টায় ঝালকাঠির নলছিটির বিকপাশা গ্রামে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০২ বছর। তিনি এক পুত্র, ছয় কন্যাসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষি রেখে গেছেন।

ঠাকুর দাস ঘোষের মৃত্যুতে তার আত্মার শান্তি কামনা করে শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, ঝালকাঠি জেলা আওয়ামী লীগ, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ, মাইটিভি পরিবার, বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম (বোয়াফ)-সহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।

একে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।