সাংবাদিক প্রবেশে বাংলাদেশ ব্যাংকের নিষেধাজ্ঞা তুলে নেয়ার আশ্বাস


প্রকাশিত: ১১:৫১ এএম, ২৩ মার্চ ২০১৬

বাংলাদেশ ব্যাংকে সংবাদকর্মীদের প্রবেশে কড়াকড়ি আরোপ তুলে নেয়ার আশ্বাস দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। বুধবার দুপুরে ইকোনমিক রিপোটার্স ফোরামের (ইআরএফ) নেতাদের সঙ্গে বৈঠকে এ আশ্বাস দেন তারা।

গভর্নর ফজলে কবিরও ব্যাংক থেকে বের হওযার সময় সাংবাদিকদের নিষেধাজ্ঞা তুলে নেয়ার কথা জানান।  

পরে দুপুরে সংবাদকর্মীদের প্রবেশে নিষেধাজ্ঞা বিষয়টি নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরীর সঙ্গে বৈঠক করে ইআরএফের নেতারা। এ সময় ইআরএফের সভাপতি সাইফ ইসলাম দিলাল, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান ও সাবেক অর্থ সম্পাদক শেখ আবদুল্লাহ বৈঠকে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ব্যাংকে সংবাদমাধ্যম কর্মীদের চলাচলে নিষেধাজ্ঞা তুলে নেয়ার ব্যাপারে ব্যাংক কর্তৃপক্ষ সম্মত হয়েছে বলে জানিয়েছেন ইকোনমিক রিপোটার্স ফোরামের (ইআরএফ) সাধারণ সম্পাদক জিয়াউর রহমান।
 
বৈঠকে শেষে জিয়াউর রহমান বলেন, বাংলাদেশ ব্যাংকে সংবাদমাধ্যম কর্মীদের চলাচলে নিষেধাজ্ঞা তুলে নেয়ার ব্যাপারে ব্যাংক কর্তৃপক্ষ সম্মত হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক দেশের অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। ডেপুটি গভর্নরকে আমরা বলেছি দেশের স্বার্থেই সংবাদকর্মীরা বাংলাদেশ ব্যাংকে সংবাদ সংগ্রহ করতে আসে। সংবাদ প্রকাশের মাধ্যমেই আমরা ভালো উদ্যোগকে এগিয়ে নিতে যেমন উৎসাহিত করি তেমনি কোন ত্রুটি-বিচ্যুতিকে অপসারণে চাপ সৃষ্টি করি। তাই বৃহৎ স্বার্থের কথা চিন্তা করে আমরা নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছি। তিনি বিষয়টি গভর্নরের সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন। তাই দু-একদিনের মধ্যেই নিষেধাজ্ঞােউঠে যাবে বলে আশা করছি।

উল্লেখ,কিছুদিন ধরে ব্যাংকটির বেশ কয়েকটি বিভাগে সংবাদকর্মীদের প্রবেশে বাধা দেয়া হচ্ছে। আর আজ (বুধবার) সকাল থেকে সব বিভাগের জন্য সাংবাদিক প্রবেশে বাধা দেয়া হচ্ছে। এর আগে কেন্দ্রীয় ব্যাংকের সব বিভাগেই সংবাদকর্মীদের যাতায়াতের সুযোগ ছিল।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র শুভঙ্কর সাহা জাগো নিউজকে বলেন, ‘নিষেধাজ্ঞা বলা যাবে না, যাদের নামে পাস ইস্যু করা হচ্ছে তাদেরকে প্রবেশ করতে দেয়া হচ্ছে। আগের মতো অবাধে প্রবেশ করতে দেয়া হচ্ছে না।’

তিনি আরো বরেন, ‘শিগগিরই বাংলাদেশ ব্যাংকে একটি মিডিয়া সেন্টার খোলা হবে। আমরা সেখানেই সাংবাদিকদের সঙ্গে কথা বলব। সাংবাদিকদের কিছু জানার থাকলে বা কোনো বক্তব্য প্রয়োজন হলে আগে থেকে আমাদের অবহিত করতে হবে। আমরা পরে সে বিষয়ে বক্তব্য দেব।’

এছাড়াও বাংলাদেশ ব্যাংকের কার্যক্রম সম্পর্কে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে জানানো হবে বলেও জানান তিনি।
 
এসআই/এসএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।