দেশজুড়ে বৃষ্টি থাকবে ৩ দিন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:০১ পিএম, ২৬ জুলাই ২০২৫
ফাইল ছবি

সক্রিয় মৌসুমি বায়ু ও নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে বৃষ্টি হচ্ছে। এ বৃষ্টিপাত আরও তিনদিন অব্যাহত থাকতে পারে। এর মাঝে দেশের কোথাও বৃষ্টি কমতে পারে কোথাও আবার বাড়তে পারে। এ সময় সারাদেশে গরম কম থাকতে পারে।

শনিবার (২৬ জুলাই) সকালে আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আজ শনিবার ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানিয়েছেন, নিম্নচাপের প্রভাবে মাসের বাকি দিনগুলোতেও বৃষ্টি হবে। ঢাকায় গতকালের চেয়ে আজ বৃষ্টি কম হবে। ৩০ জুলাই দেশের উপকূলে বৃষ্টি কমে আসতে পারে।

শুক্রবার সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৬৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে কক্সবাজারে। এ সময় ঢাকায় বৃষ্টি হয়েছে ১৭ মিলিমিটার।

আরএএস/এমআরএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।