টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী


প্রকাশিত: ০৫:০৯ এএম, ২৭ ডিসেম্বর ২০১৪

শনিবার টুঙ্গিপাড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ১০টায় হেলিকপ্টারে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হয়েছেন তিনি। সেখানে পৌঁছানোর পর তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন।

গোপালগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ এস এম খুরশিদ উল আলমের স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

সফরসূচি অনুযায়ী, বঙ্গবন্ধু ভবনে মধ্যাহ্নভোজ ও বিশ্রাম শেষে বেলা তিনটায় ঢাকার উদ্দেশে রওনা দেবেন আওয়ামী লীগ সভানেত্রী।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।