আইনজীবী আল মামুন রাসেলের বাবার জানাজা অনুষ্ঠিত

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৬:২০ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০২৫
বাবা আবুল হাসেমের জানাজা, ইনসার্টে ছেলে আল মামুন রাসেল

সুপ্রিম কোর্টের আইনজীবী ও বিশিষ্ট মোটিভেশনাল স্পিকার আল মামুন রাসেলের বাবা আবুল হাসেমের জানাজা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) বাদ আসর কুমিল্লার চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসা মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে সকাল ৬টায় নিজ বাড়িতে স্টোক করে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর।

জানাজায় উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলার বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান, চৌদ্দগ্রাম উপজেলা রাজনৈতিক ব্যক্তিত্ব মাহফুজুর রহমান, বেলাল হোসাইন, বিশিষ্ট আইনজীবী মোবারক হোসেন, মাওলানা মোহাম্মদ ইব্রাহিম, মোশাররফ হোসেন ওপেল, কাজী মু. ইয়াছিনসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতারা।

এছাড়া মরহুমের জানাজায় হাজারো ধর্মপ্রাণ মুসলমান এবং বিভিন্ন সংগঠনের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

জেএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।