জর্জিয়ায় আরও বাংলাদেশি শিক্ষার্থী ভর্তির আহ্বান

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৯:০৭ এএম, ১২ ফেব্রুয়ারি ২০২৫

পূর্ব ইউরোপীয় দেশ জর্জিয়ার উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে আরও বেশি বাংলাদেশি শিক্ষার্থী ভর্তির আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দিল্লিভিত্তিক বাংলাদেশে নিযুক্ত জর্জিয়ার রাষ্ট্রদূত প্রথমবারের মতো সৌজন্য সাক্ষাৎ করার সময় উপদেষ্টা এ অনুরোধ করেন।

পররাষ্ট্র উপদেষ্টা ও রাষ্ট্রদূত অভিন্ন মূল্যবোধ, নীতি ও পারস্পরিক সুদৃঢ় বোঝাপড়ার ওপর ভিত্তি করে বাংলাদেশ ও জর্জিয়ার মধ্যে সম্পর্ক আরও জোরদার করার গুরুত্বারোপ করেন।

তারা বিভিন্ন ক্ষেত্রে অভিন্ন স্বার্থের দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধির প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

পররাষ্ট্র উপদেষ্টা হোসেন দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতার ওপর আরও বেশি মনোযোগ দেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

রাষ্ট্রদূত দুই দেশের মধ্যে বিশেষ করে চলচ্চিত্র ও মিডিয়া ক্ষেত্রে সম্পৃক্ততা বৃদ্ধির মাধ্যমে সাংস্কৃতিক সম্পর্ক জোরদার করার ইচ্ছা প্রকাশ করেন।

তিনি জাতিসংঘ ও অন্যান্য বহুপাক্ষিক ফোরামে জর্জিয়ার উদ্যোগের ক্ষেত্রে বাংলাদেশের সমর্থন কামনা করেন।

পরবর্তী দ্বিপাক্ষিক পরামর্শ বৈঠকের বিষয়ে সম্মত হয় উভয় দেশের ঊর্ধ্বতনরা।

সূত্র: বাসস

এসএনআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।