মোহাম্মদপুরে অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার ৭

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬:১৮ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২৫

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অপারেশন ডেভিল হান্টে সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাতে ডাকাতি ও ছিনতাইয়ের প্রস্তুতির অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন আকাশ (২৫), সেলিম (২৪), রাকিব (২৯), ইমন (২৪), রতন হোসেন (২৬), স্বপন (২৪ ও হিরু মিয়া (৪৫)।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে এসব তথ্য জানান ডিএমপির মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান।

তিনি বলেন, মোহাম্মদপুর থানা পুলিশ কর্তৃক অপারেশন ডেভিল হান্টে ১৪ ফেব্রুয়ারি রাতব্যাপী থানা এলাকার বিভিন্ন পয়েন্টে সাঁড়াশি অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতি ও ছিনতাইয়ের অভিযোগে সাতজনকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে ডাকাতি ও ছিনতাইয়ের অভিযোগে তিনজন, চুরির অভিযোগে একজন, সন্ত্রাসবিরোধী মামলায় একজন, ১৫১ ধারায় একজন ও ডিএমপি অধ্যাদেশে একজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানিয়েছেন মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার এ কে এম মেহেদী হাসান।

টিটি/জেএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।