টানা ৩ দিন বৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৪৩ এএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৫
ছবি-জাগো নিউজ

সারা দেশে তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে দিনে গরম বেড়েছে। ভোরে কুয়াশা থাকলেও বেলার বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বেড়ে যায়। এ অবস্থায় আগামী ৩ দিন সারা দেশে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস।

সংস্থাটি জানিয়েছে, আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রংপুর ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে শেষ রাত থেকে ভোর পর্যন্ত হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে।

এসময় সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, বুধবার ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

তিনি বলেন, গ্রামাঞ্চলে এখন রাতে শীত থাকলেও রাজধানীতে রাতের তাপমাত্রা বেড়ে গেছে। তবে সারা দেশেই দিনের তাপমাত্রা অনেকটা বেড়েছে। আগামী কয়েকদিন দেশে বিচ্ছিন্ন ভাবে বৃষ্টি হতে পারে।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রংপুরের ডিমলায়। আজ ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ২১.৪ ডিগ্রি সেলসিয়াস।

আরএএস/এসএনআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।