আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একজনের মৃত্যু

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ১১:৩৫ এএম, ২৪ ফেব্রুয়ারি ২০২৫

সাভারের আশুলিয়ায় কাঠ বাজার এলাকার একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মো. জাহাঙ্গীর (৩২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এই ঘটনায় দগ্ধ হয়ে তার স্ত্রী ও পাঁচ বছরের শিশু চিকিৎসাধীন।

রোববার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

ওইদিন মধ্যরাতে চিকিৎসাধীন অবস্থায় মো. জাহাঙ্গীরের মৃত্যু হয়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, মো. জাহাঙ্গীরের শরীরের ৯১ শতাংশ দগ্ধ ছিল। তার স্ত্রী বিউটি আক্তারে শরীরের ৩৩ শতাংশ দগ্ধ ও তার সন্তানের শরীরের ৮০ শতাংশ দগ্ধ। তাদের দুজনের অবস্থাই আশঙ্কাজনক।

কাজী আল-আমিন/এএমএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।