গাজীপুরে অবরোধ

কমলাপুর থেকে বিলম্বে ছাড়বে উত্তরবঙ্গগামী ট্রেন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৪২ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২৫
ফাইল ছবি

বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি নামকরণের দাবিতে গাজীপুরের কালিয়াকৈর হাইটেক রেলস্টেশন এলাকায় রেললাইন অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এতে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে উত্তরবঙ্গগামী ট্রেন বিলম্বে ছাড়বে।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৯টার দিকে রেললাইন অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা।

রেললাইন অবরোধের কারণে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ। গাজীপুর ও টাঙ্গাইলের বিভিন্ন স্টেশনে একতা এক্সপ্রেস, চাপাই মেইল ও কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন থেমে আছে।

এছাড়া কমলাপুর থেকে উত্তরবঙ্গগামী ট্রেন দেরিতে ছাড়বে। কমলাপুর রেলওয়ে স্টেশন সূত্র জানিয়েছে, সিল্কসিটি এক্সপ্রেস দুপুর ১টা ৩০ মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি সময়মতো স্টেশন ছেড়ে যেতে পারবে না। বনলতা এক্সপ্রেস দুপুর ২টা ৩০ মিনিটে ছাড়ার কথা থাকলেও সেটিও বিলম্ব হবে। এছাড়া কারিগরি ত্রুটির কারণে জয়ন্তিকা এক্সপ্রেস দুই ঘণ্টা বিলম্বেও স্টেশন ছাড়তে পারেনি।

ঢাকা রেলওয়ে স্টেশন ম্যানেজার শাহাদাত হোসেন জাগো নিউজকে জানিয়েছেন, গাজীপুরে অবরোধের কারণে মূলত কমলাপুর থেকে দুটি ট্রেন ছাড়তে দেরি হবে। এছাড়া গাজীপুরে কয়েকটা ট্রেন আটকে আছে। লাইন যখন ক্লিয়ার হবে তখনই ট্রেন চলাচল পুরোপুরি স্বাভাবিক হবে।

এনএস/এমআরএম/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।