প্রশ্ন ফাঁসের অভিযোগ

বিমানের কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট পদে দুই কেন্দ্রে ফের পরীক্ষা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১১:৪৯ এএম, ০২ মার্চ ২০২৫

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট পদে ফের নিয়োগ পরীক্ষা নেওয়া হবে। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠার পর এ সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ)।
 
শনিবার (১ মার্চ) রাতে এক চিঠিতে বিমানের প্রশাসন ও মানবসম্পদ বিভাগের পরিচালক মো. আব্দুর রফিককে এ তথ্য জানান আইবিএ পরিচালক অধ্যাপক শাকিল হুদা।

চিঠিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) শনিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষে একটি নিয়োগ পরীক্ষা সম্পন্ন করে। মোট ১৫টি কেন্দ্রের মধ্যে ১৩টিতে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হয়। অত্যন্ত দুঃখজনকভাবে দুটি কেন্দ্রে নিয়োগ পরীক্ষা সম্পন্ন করা সম্ভব হয়নি। কেন্দ্রগুলোর নাম: লালমাটিয়া গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ এবং লালমাটিয়া সরকারি মহিলা কলেজ। উদ্ভূত পরিস্থিতিতে আইবিএ কর্তৃপক্ষ আগামী ১৫ মার্চ ওই দুটি কেন্দ্রের পরীক্ষার্থীদের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। পরে সব কেন্দ্রের পরীক্ষার ফলাফল একই সঙ্গে প্রকাশ করা হবে।
 
এর আগে শনিবার (১ মার্চ) বিকেল ৩টায় লালমাটিয়া গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ এবং লালমাটিয়া সরকারি মহিলা কলেজে বিমানের কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু পরীক্ষা শুরুর ১০ মিনিট পরও প্রশ্নপত্র পরীক্ষার্থীদের দেওয়া হয়নি। এসময় এক পরীক্ষার্থীর কাছে উত্তরপত্র পাওয়া গেছে, এমন অভিযোগে পরীক্ষা বর্জন করেন অন্য পরীক্ষার্থীরা। এসময় পরীক্ষা কেন্দ্রের সংশ্লিষ্টদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান তারা। পরীক্ষা বর্জন করে বিক্ষোভও করেন। একপর্যায়ে তারা কলেজের সামনের রাস্তায় অবস্থান নেন। পরে আবার কলেজের ভেতর গিয়ে বিক্ষোভ করেন।

চাকরিপ্রত্যাশীদের অভিযোগ, ২০২৩ সালে কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট পদে (১০০ জন) নিয়োগ বিজ্ঞপ্তি দেয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে ২০২৪ সালে চাকরিপ্রার্থীদের বয়স ৩২ বছর করে সরকার। সে কারণে চলতি বছরের জানুয়ারিতে একই পদে পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে বিমান। এখন আবার নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে।

সবুজ সরকার নামে এক পরীক্ষার্থী শনিবার জাগো নিউজকে বলেন, এ নিয়োগ পরীক্ষা নেওয়ার জন্য আইবিএকে দায়িত্ব দিয়েছিল বিমান। কিন্তু কীভাবে এ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হলো, তার উত্তর দিতে পারছে না আইবিএ সংশ্লিষ্টরা। আবার বিমানের কোনো প্রতিনিধিও কলেজে আসেনি। ফলে পরীক্ষা বাতিলের দাবিতে সবাই বিক্ষোভ করছি।’
 
এমএমএ/এমএইচআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।