কেন অল্প সময়েই ভেঙে যাচ্ছে সংসার
একসময় মানুষ মনে করতো ভালো-খারাপ যেমনই থাকুন, একবার বিয়ে করা মানে আজীবন সেই মানুষটির সঙ্গেই থাকতে হবে। কিন্তু বাস্তবতা এখন বদলেছে। নিজের ভালো থাকা ও সঙ্গীকে ভালোবাসতে পারা এখন অনেকের কাছেই বিয়ে টিকানোর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
তবে অনেক সময় দেখা যায় দীর্ঘদিনের সম্পর্কের পর স্বেচ্ছায় বিয়ে করলেও অল্প দিনের মধ্যেই সংসার ভেঙ্গে যাচ্ছে অনেক দম্পতির। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে — এত অল্প সময়ে কেন বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিচ্ছেন তারা? আগে তো ভালোই ছিল, বিয়ের পর কী এমন সমস্যা হল!
গতকাল (১০ জানুয়ারি) বাংলাদেশের জনপ্রিয় শিল্পী তাহসানের বিয়ের সেপারেশনের সংবাদ সামনে আসার পর থেকে বিষয়টি নিয়ে নানান জল্পনা-কল্পনা করছেন ভক্তরা। তবে বিশেষজ্ঞ ও বিভিন্ন সমীক্ষা বলছে, অল্প সময়ে বিয়ে বিচ্ছেদের পেছনে একাধিক সামাজিক, মানসিক ও বাস্তব কারণ কাজ করতে পারে।
১. মানসিক মিল ও যোগাযোগের অভাব
বিয়ের আগে অনেক ক্ষেত্রে সম্পর্কের গভীর আলোচনা হয় না। ফলে বিয়ের পর ব্যক্তিত্ব, মূল্যবোধ বা প্রত্যাশার পার্থক্য স্পষ্ট হয়ে ওঠে। খোলামেলা কথা বলার অভ্যাস না থাকলে ভুল বোঝাবুঝি দ্রুত বড় আকার নেয়।

২. পরকীয়া ও বিশ্বাসের সংকট
বিশ্বাস দাম্পত্য সম্পর্কের মূল ভিত্তি। কিন্তু পরকীয়া বা সন্দেহের কারণে এই বিশ্বাস ভেঙে গেলে সম্পর্ক টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়ে। সাম্প্রতিক জরিপগুলোতে এটি বিবাহবিচ্ছেদের অন্যতম প্রধান কারণ হিসেবে উঠে এসেছে।
৩. আর্থিক চাপ ও অর্থনৈতিক অমিল
টাকা-পয়সা নিয়ে মতবিরোধ অনেক দম্পতির জন্য বড় সমস্যা। আয়-ব্যয়, সংসার চালানোর দায়িত্ব বা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দ্বন্দ্ব অল্প সময়েই সম্পর্ককে নড়বড়ে করে দিতে পারে।
৪. দাম্পত্য জীবনের জন্য মানসিক প্রস্তুতির অভাব
অনেকেই ভালোবাসা বা পারিবারিক চাপে দ্রুত বিয়ের সিদ্ধান্ত নেন, কিন্তু দাম্পত্য জীবনের বাস্তব দায়িত্বের জন্য মানসিকভাবে প্রস্তুত থাকেন না। দায়িত্ব, ছাড় দেওয়া আর সমঝোতার জায়গায় এসে তখন সমস্যা তৈরি হয়।

৫. প্রত্যাশা ও বাস্তবতার ফারাক
বিয়ে নিয়ে অতিরিক্ত রোমান্টিক ধারণা থাকলে বাস্তব জীবনের চাপ, দায়িত্ব আর সীমাবদ্ধতা মেনে নেওয়া কঠিন হয়ে পড়ে। এই হতাশা থেকেই অনেক সময় বিচ্ছেদের সিদ্ধান্ত আসে।
৬. পারিবারিক হস্তক্ষেপ ও সামাজিক চাপ
দুই পরিবারের অতিরিক্ত হস্তক্ষেপ, মতের অমিল বা সামাজিক চাপও নতুন দম্পতির সম্পর্কে ফাটল ধরাতে পারে, বিশেষ করে সম্পর্ক যখন এখনও শক্ত ভিত্তি পায়নি।
অল্প সময়ে বিবাহবিচ্ছেদ কোনো একক ঘটনার ফল নয়। বরং যোগাযোগের ঘাটতি, মানসিক প্রস্তুতির অভাব ও বাস্তব জীবনের চাপ মিলেই সম্পর্ককে দুর্বল করে তোলে। বিশেষজ্ঞরা বলছেন, বিয়ের আগে ও পরে খোলামেলা আলোচনা, পারস্পরিক সম্মান ও দায়িত্ব ভাগাভাগিই পারে এই প্রবণতা কমাতে।
সূত্র: ফোর্বস অ্যাডভাইজর, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, জার্নাল অব সোশ্যাল রিসার্চ
এএমপি/এমএস