উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এতে সভাপতিত্ব করেন।
প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।
এর আগে গত ২৫ ফেব্রুয়ারি উপদেষ্টা পরিষদের অনির্ধারিত বৈঠক অনুষ্ঠিত হয়। সেদিন তথ্য ও সম্প্রচার এবং ডাক ও টেলিযোগ উপদেষ্টা নাহিদ ইসলাম উপদেষ্টার পদ থেকে পদত্যাগপত্র জমা দেন।
আরও পড়ুন
- প্রথমবার সচিবালয়ে ড. ইউনূস, যোগ দিলেন উপদেষ্টা পরিষদের বৈঠকে
- বাংলাদেশে সাংস্কৃতিক পুনর্জাগরণ, এক নতুন দিগন্ত: প্রেস সচিব
- শেখ হাসিনার দৃশ্যমান বিচার দেখতে চায় এনসিপি: নাহিদ ইসলাম
গত ২০ নভেম্বর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় সচিবালয়ে। এতে সভাপতিত্ব করছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। দায়িত্ব নেওয়ার পর এটিই ছিল প্রধান উপদেষ্টার প্রথম সচিবালয়ে অফিস।
ওইদিন বেলা ১১টার দিকে সচিবালয়ে প্রবেশ করেন প্রধান উপদেষ্টা। এসেই তিনি সচিবালয়ে ৬ নম্বর ভবনের (২০ তলা ভবন) ১৩ তলায় তার কার্যালয়ে যান। সেখানেই মন্ত্রিপরিষদ কক্ষে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়।
এমইউ/ইএ/এএসএম