চট্টগ্রামে প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৯:১৩ পিএম, ০৪ মার্চ ২০২৫

চট্টগ্রামে বিদেশি মুদ্রা দেওয়ার নামে অর্থ হাতিয়ে নেওয়ার ঘটনা জড়িত প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতাররা হলো- জয়নাল আবেদীন (৪১), জাহান হোসেন সুমন (৩৫), এয়ার হোসেন রানা (৪২) এবং মিজানুর রহমান (৩৫)।

মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে নগরীর খুলশী থানাধীন শাহজাহান মাঠ এলাকা থেকে তাদের গ্রেফতার করে পাঁচলাইশ মডেল থানার একটি টিম।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, জিইসি মোড় এলাকায় ১৮১টি ওমানি ধাতব পয়সা দিয়ে গ্রেফতার প্রতারক চক্র মেজবাউল আজম নামে এক ব্যক্তিকে প্রতারিত করে এক লাখ ৫৭ হাজার টাকা হাতিয়ে নেয়। ভুক্তভোগীর অভিযোগের পরিপ্রেক্ষিতে খুলশী এলাকায় অভিযান চালিয়ে প্রতারকচক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেয়া ২৯ হাজার টাকা এবং ঘটনায় ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।

এমডিআইএইচ/এমএএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।