চট্টগ্রামে ৩০০ লিটার চোলাই মদসহ কারবারি গ্রেফতার

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ১২:৪৪ পিএম, ০৫ মার্চ ২০২৫
গ্রেফতার বিষু দাস

চট্টগ্রামের বোয়ালখালীতে ৩০০ লিটার চোলাই মদসহ বিষু দাস (৪১) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার বিষু দাস পূর্ব গোমদণ্ডী সর্দার পাড়ার মৃত বিমল দাসের ছেলে।

মঙ্গলবার (৪ মার্চ) রাতে পৌর সদরের পূর্ব গোমদণ্ডী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন

বোয়ালখালী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জুয়েল রানা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব গোমদণ্ডী এলাকা থেকে ৩০০ লিটার চোলাই মদসহ বিষু নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার বিষু দাসের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আজ বুধবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান এসআই মো. জুয়েল রানা।

এমডিআইএইচ/কেএসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।