বিমানের বিশেষ ফ্লাইটে পাইলট-কেবিন ক্রুর সবাই নারী

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫:০৭ এএম, ০৮ মার্চ ২০২৫

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে একটি বিশেষ ফ্লাইট পরিচালনার উদ্যোগ নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।বিশেষ ফ্লাইট বেলা ১১টা ২০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে যায়।

শনিবার (৮ মার্চ) নারীদের সমতা, ক্ষমতায়ন এবং সম্মানের প্রতি একাত্মতা প্রদর্শন করে ঢাকা-ব্যাংকক-ঢাকা ফ্লাইট পরিচালনা করবে বিমান। এ ফ্লাইটের ককপিট থেকে কেবিন ক্রু সবাই হবেন নারী।

শুক্রবার (৭ মার্চ) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমানের বিশেষ ফ্লাইটের নেতৃত্ব দিবেন ক্যাপ্টেন আনিতা ও ফার্স্ট অফিসার তাবাসসুম। শনিবার বিমানের ঢাকা-ব্যাংকক-ঢাকা বিজি ৩৮৮ ফ্লাইটে দুজন নারী ককপিট ক্রু ছাড়াও থাকবেন পাঁচজন নারী কেবিন ক্রু।

ফ্লাইটের প্যাসেঞ্জার চেকিং ইউনিট, পাসপোর্ট চেকিং ইউনিট, বোর্ডিং গেট, প্যাসেঞ্জার ও ব্যাগেজ লোডিং, ট্রিম শিট লোডিং এবং ককপিট ক্রু ও কেবিন ক্রুসহ প্রত্যেকটি সেকশনে বিমানের নারী সহকর্মীরা নেতৃত্ব দিয়েছেন।

এমএমএ/কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।