নারী নির্যাতনের বিরুদ্ধে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭:০৪ পিএম, ১০ মার্চ ২০২৫

নারী নির্যাতন ও হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছেন স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের শিক্ষক ও শিক্ষার্থীরা। রাজধানীর সিদ্ধেশ্বরী ক্যাম্পাসে সোমবার (১০ মার্চ) এ আয়োজন হয়। বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গণে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা একত্র হয়ে এক প্রতিবাদ সমাবেশে ও মিছিলের আয়োজন করে।

সমাবেশে উপস্থিত ছিলেন স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারম্যান ড. ফারাহনাজ ফিরোজ, উপাচার্য প্রফেসর ড. মনিরুজ্জামান, উপ-উপাচার্য প্রফেসর ড. ইউনুছ মিয়া এবং বোর্ড অফ ট্রাস্টিজের সম্মানিত সদস্য রুমানা হক রিতা।

এসময় বক্তারা ধর্ষণের মতো অপরাধ নির্মূলে দৃষ্টান্তমূলক শাস্তি সুনিশ্চিত করা এবং প্রতিরোধমূলক আইনি ব্যবস্থা গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন। রাষ্ট্রে আইনের শাসন প্রতিষ্ঠার মধ্য দিয়ে বিচার ব্যবস্থার প্রতি জনগণের আস্থা তৈরির দাবি জানান তারা।

সমাবেশে বক্তব্য শেষে নারী নির্যাতনের বিরুদ্ধে ন্যায়বিচারের দাবিতে তারা বিভিন্ন স্লোগান দেন ও ক্যাম্পাস প্রদক্ষিণ করেন।

টিটি/এমআইএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।