শাহ আমানতে ৫০ লাখ টাকার সোনাসহ মোয়াল্লেম আটক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৩:০৬ পিএম, ১২ মার্চ ২০২৫
শাহ আমানত বিমানবন্দরে জব্দ স্বর্ণালংকার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫০ লাখ ৬৯ হাজার টাকার স্বর্ণালংকারসহ শাহিন আল মামুন নামে ওমরা হজের এক মোয়াল্লেমকে আটক করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই)।

বুধবার (১২ মার্চ) সকালে জেদ্দা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ‘বিজি১৩৬’ ফ্লাইটে আসা ওই মোয়াল্লেমকে আটক করা হয়। তিনি রাঙামাটির বাসিন্দা।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ফ্লাইটটি সকাল ৮টা ৩৬ মিনিটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে বিমানবন্দর কাস্টমসের গ্রিন চ্যানেল অতিক্রম করে আন্তর্জাতিক আগমনী ৩ নম্বর গেট দিয়ে বের হয়ে যাওয়ার সময় শাহিন আল মামুনকে আটক করেন এনএসআই সদস্যরা।

এ সময় তাকে তল্লাশি করে হাত ব্যাগ ও প্যান্টের পকেট থেকে ১২টি সোনার চুড়ি (২২ ক্যারেট) উদ্ধার করা হয়, যার ওজন ৪০০ গ্রাম। জব্দ স্বর্ণালংকারের আনুমানিক মূল্য ৫০ লাখ ৬৯ হাজার ২০০ টাকা বলে জানান ইব্রাহিম খলিল।

পরে জব্দ স্বর্ণালংকার বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়। ওই যাত্রীর ব্যাগেজ সুবিধায় কোনো স্বর্ণালংকার নেই বলেও জানান এই কর্মকর্তা।

এমডিআইএইচ/ইএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।