কিবরিয়া হত্যা: কারাগারে গউছ


প্রকাশিত: ০৮:০৫ এএম, ২৮ ডিসেম্বর ২০১৪

হবিগঞ্জের পৌর মেয়র গোলাম কিবরিয়া গউছকে কারাগারে পাঠিয়েছেন বিচারক। রোববার সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় তিনি আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাকে কারাগারে পাঠোনার নির্দেশ দেন।

গউছের আইনজীবী নূর ইসলাম জানান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক গউছ রোববার সকালে হবিগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। তবে শুনানি শেষে বিচারক রোকেয়া আক্তার জামিন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিকে গউসকে কারাগারে পাঠানোর প্রতিবাদে তাৎক্ষণিকভাবে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ শুরু করেন উপস্থিত বিএনপিকর্মীরা।

উল্লেখ্য, গত ২১ ডিসেম্বর আদালত শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী ও হবিগঞ্জ পৌরসভার মেয়র জি কে গউছসহ ১১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

তাদের গ্রেপ্তারের বিষয়ে আগামী ৮ জানুয়ারি পুলিশকে প্রতিবেদন দিতে বলা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা সিলেট অঞ্চলের সহকারী পুলিশ সুপার হেরুন নেছা পারুল এই ১১ জনের নাম যোগ করে সংশোধিত সম্পূরক অভিযোগপত্র জমা দিলে এই আদেশ আসে। নতুন আসামিদের নিয়ে এ মামলায় আসামির সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ জনে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।