মিরপুরে জুতা কিনতে গিয়ে হেনস্তার শিকার তরুণী, যুবক গ্রেফতার

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫:১৬ পিএম, ২৬ মার্চ ২০২৫

রাজধানীর মিরপুর ১০ নম্বরে ফুটপাতে বসা ভাসমান বিক্রেতার কাছ থেকে জুতা কিনতে গিয়ে এক তরুণী হেনস্তার শিকার হন, এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এক মিনিট ১৬ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা গেছে, ওই নারীকে চড়-থাপ্পড় দিচ্ছেন একজন। তার হাত ধরে টানাটানিও করা হচ্ছিল। কয়েকজন ওই তরুণীকে চোর, চোর বলছিলেন।

এ ঘটনা শেষমেশ গড়িয়েছে থানা পুলিশ পর্যন্ত। হয়েছে মামলা। গ্রেফতার হয়েছেন অভিযুক্ত যুবক। তার নাম মো. সিফাত (২২)।

বুধবার (২৬ মার্চ) বিকেলে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রুমন জাগো নিউজকে বলেন, ঘটনাটি ঘটেছে গত রোববার (২৩ মার্চ) বিকেলে। এ ঘটনায় মঙ্গলবার অভিযুক্ত ব্যক্তিকে হেফাজতে নেওয়া হয়। তার বিরুদ্ধে হেনস্তার শিকার তরুণী মামলা করেছেন।

পুলিশ জানায়, মূলত জুতা কেনা নিয়ে ভাসমান বিক্রেতার সঙ্গে ওই তরুণীর ঝগড়া হয়। একপর্যায়ে এ ঘটনা ঘটে। ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই এ ঘটনার ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।

টিটি/এমএএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।