সাড়ে ২৭ লাখ টাকার রডবোঝাই লরি নিয়ে পালাচ্ছিল ছিনতাইকারীরা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৩৭ পিএম, ২৮ মার্চ ২০২৫

রাজধানীর কুড়িল তিনশো ফিট এলাকায় অভিযান চালিয়ে রডবোঝাই লরিসহ দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)।

শুক্রবার (২৮ মার্চ) এটিইউর অ্যান্টি টেররিজম ইউনিটের মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইংয়ের পুলিশ সুপার ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত বুধবার (২৬ মার্চ) দিনগত রাত সাড়ে ১২টায় রাজধানীর কুড়িল তিনশো ফিট এলাকায় অভিযান চালিয়ে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। তারা হলেন, মো. মানিক মিয়া ও দুলাল মিয়া (৫৫)। গ্রেফতারদের কাছ থেকে ২৭ লাখ ৭০ হাজার টাকার রডবোঝাই একটি লরি জব্দ করা হয়।

তিনি আরও জানান, ওই রাতে ছিনতাইকারীরা লরিটি নিয়ে পালিয়ে যাচ্ছিলো। এমন গোপন খবরে এইটিইউয়ের টহল টিম অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারদের বিরুদ্ধে খিলক্ষেত থানায় মামলা দায়ের করা হয়েছে।

টিটি/এমকেআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।