ঈদ উপলক্ষে কারাগার থেকে মুক্তি পেলেন ২৪ বন্দি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৫২ পিএম, ২৯ মার্চ ২০২৫
ফাইল ছবি

ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা কেন্দ্রীয় কারাগারসহ (কেরানীগঞ্জ) দেশের বিভিন্ন কারাগার থেকে ২৪ জনকে মুক্তি দেওয়া হয়েছে। তারা এরই মধ্যে কারাগার ত্যাগ করেছেন।

শনিবার (২৯ মার্চ) কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ঢাকা কেন্দ্রীয় কারাগারসহ দেশের বিভিন্ন কারাগার থেকে ঈদুল ফিতর উপলক্ষে ২৪ জন বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে। তাদের মধ্যে ২২ জনকে ৫৭৯ ধারায় ও দুজনকে ভালো কাজের জন্য মুক্তি দেওয়া হয়।

টিটি/এমএএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।