জাতীয় ঈদগাহ মাঠে মুসলিম বিশ্বের শান্তি কামনায় দোয়া

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১০:১৭ এএম, ৩১ মার্চ ২০২৫

জাতীয় ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের নামাজ এবং খুতবা শেষে দেশ ও মুসলিম জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাতে ফিলিস্তিনে নির্যাতিত মুসলিমদের ওপর আল্লাহর রহমত প্রার্থনায় বিশেষ দোয়া করা হয়।

সোমবার (৩১ মার্চ) সকাল সাড়ে আটটায় জাতীয় ঈদগাহ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এবার ঈদের জামাতে দেশবরেণ্য ইসলামী আইন বিশেষজ্ঞ ও হাদিস বিশারদ বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন।

ঈদ জামায়াতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস, সরকারের উপদেষ্টা পরিষদের বিভিন্ন সদস্য, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, রাজনৈতিক নেতা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকসহ সর্বস্তরের হাজারো মানুষ নামাজ আদায় করেন।

জাতীয় ঈদগাহ মাঠে মুসলিম বিশ্বের শান্তি কামনায় দোয়া

নামাজ আদায়ের পর ঈদগা মাঠের সংক্ষিপ্ত বক্তব্য দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সময় তিনি মানুষের মধ্যে যে ঐক্য তৈরি হয়েছে, সব প্রতিকূলতা সত্ত্বেও সেই ঐক্য অটুট রাখার আহ্বান জানিয়েছেন।

নামাজ শেষে খুতবা পাঠ করছেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক। এরপর মোনাজাতে দেশ ও মুসলিম জাতির কল্যাণে দোয়া করেন তিনি। এ সময় দোয়া কবুলে আমিন আমিন বলতে থাকেন মুসল্লিরা।

মোনাজাত শেষে প্রীতির বন্ধনে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন সবাই। এ ছাড়া ঈদগা মাঠ থেকে বের হয়ে কদম ফোয়ারার সামনে মুসল্লিদের অনেকে মুঠোফোনে সেলফিতে মেতে উঠতে দেখা যায়।

জাতীয় ঈদগাহ মাঠে মুসলিম বিশ্বের শান্তি কামনায় দোয়া

বিজয়নগর থেকে চার বছরের ছেলেকে নিয়ে ঈদ জামাতে অংশগ্রহণ নেন মাসুম তালুকদার। নামাজ শেষে ছেলেকে কোলে নিয়ে বাসায় ফিরছিলেন তিনি। এ সময় আলাপকালে মাসুম বলেন, এবার ছেলেকে সঙ্গে নিয়ে ঈদ জামাতে অংশগ্রহণ করেছি। ছেলের প্রথম ঈদ জামাত বেশ উপভোগ করেছি। নামাজ শেষে মোনাজাতে দেশের মঙ্গল কামনায় দোয়া করেছি। বিষয় করে মুসলিম বিশ্বের ঐক্য ও ফিলিস্তিনে শান্তি কামনায় দোয়া করেছি।

সেগুনবাগিচা থেকে ঈদ জামাতে অংশ নেন দুই কলেজপড়ুয়া বন্ধ রেদওয়ান হাসান ও হাসানুজ্জামান। নামাজ শেষে রেদওয়ান বলেন, প্রতি বছরই তিনি ঈদগাহ মাঠে নামাজ পড়েন। আগে স্কুলে পড়া অবস্থায় তার বাবার সঙ্গে ঈদগা যেতেন। এবার বন্ধুদের সঙ্গে ঈদ জামাতে অংশ নিয়েছেন। তিনি বলেন, রমজানে সবগুলো রোজা রেখে ঈদ জামাতে অংশগ্রহণ করায় অন্য রকম ভালোলাগা কাজ করছে। আজকে নামাজ শেষে তিনিও দেশের মানুষের কল্যাণে দোয়া করেছেন বলে জানান।

জাতীয় ঈদগাহ মাঠে মুসলিম বিশ্বের শান্তি কামনায় দোয়া

জাতীয় ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় বা ঈদ উদযাপন সবচেয়ে আনন্দের বলে জানান মতিঝিলের বাসিন্দা নজরুল ইসলাম। তিনি বলেন, পাড়া-মহল্লার সব মসজিদেই ঈদ জামাত অনুষ্ঠিত হয়। তবে ঈদগাহ মাঠে নামাজে হৃদয়ে অন্য রকম প্রশান্তি কাজ করে। ছোটবেলা গ্রামে ঈদ জামাতের মতো মনে হয়।

এমএমএ/জেএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।