উদযাপনে রঙিন আনন্দ দিন

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৫৬ পিএম, ৩১ মার্চ ২০২৫

সাম্যের মহিমায় সোমবার (৩১ মার্চ) বাংলাদেশের মুসলমানরা সবচেয়ে বড় উৎসব ঈদুল ফিতর উদযাপন করছে। উদযাপনের রঙে রঙিন আনন্দ দিন কাটছে দেশের মানুষের। এবার সিয়াম সাধনার মাস রমজান ২৯ দিনেই শেষ হয়েছে।

সকালে হিংসা-বিদ্বেষ ভুলে ধনী-গরিব নির্বিশেষে ইসলাম ধর্মাবলম্বীরা ঈদগাহ ও মসজিদে ঈদুল ফিতরের দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করেন।

আওয়ামী লীগ সরকারের পতনের পর এটিই দেশের প্রথম ঈদ। আনন্দমুখর পরিবেশে নতুন পোশাক পরে চলছে একে অপরের সঙ্গে কোলাকুলি। বেড়াতে যাচ্ছেন একে অপরের বাড়ি। ঘরে ঘরে সেমাই, পায়েস, মিষ্টান্ন, কোর্মা, পোলাও, খিচুড়িসহ নানান পদের মুখরোচক খাবার রান্না হয়েছে। কেউ এলেই গৃহিণীরা বাড়িয়ে দিচ্ছেন এসব খাবার।

নতুন পোশাক পরে ঈদে শিশুদের আনন্দ সবচেয়ে বেশি। নতুন পোশাক পরে বড়দের কাছ থেকে সালামি আদায়ে তৎপর রয়েছে শিশুরা। পথে-ঘাটে চোখে পড়ছে নতুন পোশাক পরা আনন্দ-উদ্বেল শিশুদের।

পুরো রমজানে রোজাদারদের জন্য আবহাওয়া অনুকূল থাকলেও গত কয়েকদিন ধরে বেড়েছে গরম। দেশের বিভিন্ন অঞ্চলে বইছে তাপপ্রবাহ। কিছুটা অস্বস্তিকর গরমের মধ্যেও উৎসবে মেতেছে মানুষ। তবে সিলেট অঞ্চলে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

উদযাপনে রঙিন আনন্দ দিন

সাক্ষাতে, ফোনে, এসএমএসে, ফেসবুকে, মেইলে ঈদের শুভেচ্ছা বিনিয়ম চলছে। এসব মাধ্যমে শুভেচ্ছা বিনিময় চলবে ঈদের পুরো দিন।

রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে আনন্দ উদ্বেল মানুষের উপচেপড়া ভিড়।

আত্মীয়-পরিজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রেল, সড়ক ও নৌপথে রাজধানীর অসংখ্য মানুষ গ্রামে ছুটে গেছেন। এবার মানুষের ঘরমুখো যাত্রা ছিল বিগত যেকোনো সময়ের তুলনায় নির্বিঘ্ন ও দুর্ভোগহীন। বড় কোনো দুর্ঘটনার খবরও পাওয়া যায়নি।

রাজধানী এখন প্রায় ফাঁকা, সড়কে নেই চিরচেনা যানজট। শহর ফাঁকা হলেও সরব গ্রামগুলো।

প্রতি বছরের মতো এবারও দেশের সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জের শোলাকিয়ায়। রাজধানীতে সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহে প্রধান উপদেষ্টা, উপদেষ্টা পরিষদের সদস্য, বিচারপতি, রাজনীতিবিদ, আমলা, কূটনীতিকসহ সব স্তরের মানুষ অংশ নেন। রাষ্ট্রপতি নামাজ আদায় করেন বঙ্গভবনে।

উদযাপনে রঙিন আনন্দ দিন

জাতীয় ঈদগাহে ঈদের জামাত শেষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাধারণ মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। ঈদের জামাতে বক্তব্যও দেন প্রধান উপদেষ্টা। বক্তব্যে তিনি সব বাধা ও প্রতিকূলতা অতিক্রম করে এবং দূরত্ব ঘুচিয়ে ঐক্যবদ্ধ জাতি হিসেবে এগিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন।

এছাড়া বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল ৭টা থেকে বেলা পৌনে ১১টা পর্যন্ত ঈদের পাঁচটি জামাত হয়েছে।

এবার প্রথমবারের মতো ঢাকা উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে রাজধানীর সর্ববৃহৎ ঈদের জামাত পুরাতন বাণিজ্যমেলার মাঠে অনুষ্ঠিত হয়। এতে লক্ষাধিক মানুষ অংশগ্রহণ করেন। সকাল সাড়ে ৮টায় এ ঈদ জামাত হয়।

এ জামাত শেষে লক্ষাধিক মানুষের অংশগ্রহণে মুঘল আমলের আদলে অনুষ্ঠিত হয় ঈদ আনন্দ মিছিল।

উদযাপনে রঙিন আনন্দ দিন

ঈদের দিনে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ভবনে জাতীয় পতাকা উত্তোলন ও সরকারি ভবনে আলোকসজ্জা করা হয়েছে। এছাড়া রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কে রঙিন পতাকার সঙ্গে বাংলা ও আরবিতে ‘ঈদ মোবারক’ লেখা পতাকাও শোভা পাচ্ছে।

ঈদের দিন দেশের বিভিন্ন হাসপাতাল, কারাগার, সরকারি শিশু সদন, সামাজিক প্রতিবন্ধী কেন্দ্র, আশ্রয়কেন্দ্র, ভবঘুরে কল্যাণ কেন্দ্র ও দুঃস্থ কল্যাণ কেন্দ্রে উন্নতমানের খাবার পরিবেশন করা হচ্ছে।

ঈদুল ফিতর উপলক্ষে টানা ৯ দিন সরকারি ছুটি থাকছে। গত ২৮ মার্চ (শুক্রবার) থেকে শুরু হয়েছে ছুটি, আগামী ৫ মার্চ (শনিবার) পর্যন্ত ছুটি কাটাবেন সরকারি কর্মচারীরা।

আরএমএম/এমএইচআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।