ধলেশ্বরী নদীতে সেনা অভিযান

নৌকায় গান বাজিয়ে অস্ত্র হাতে নাচ, ‘ডেঞ্জার গ্যাং’র ১৬ সদস্য ধরা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৪৪ পিএম, ০৩ এপ্রিল ২০২৫

ঢাকার অদূরে কেরানীগঞ্জের ধলেশ্বরী নদীতে নৌকার ওপর উচ্চশব্দে গান বাজিয়ে দেশীয় অস্ত্র প্রদর্শন করে নাচানাচি করছিল কিশোর গ্যাং ওরফে ‘ডেঞ্জার গ্যাং’র সদস্যরা। খবর পেয়ে সেনাবাহিনীর একটি টহল টিম অভিযান পরিচালনা করে গ্যাংয়ের ১৬ সদস্যকে গ্রেফতার করেছে।

এসময় তাদের কাছ থেকে রামদা, ছুরি, চাইনিজ কুড়াল, হকিস্টিক ও পাইপসহ নানা ধরনের দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে।

নৌকায় গান বাজিয়ে অস্ত্র হাতে নাচ, ‘ডেঞ্জার গ্যাং’র ১৬ সদস্য ধরা

বৃহস্পতিবার (৩ এপ্রিল) বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জাননো হয়। গতকাল বুধবার (২ এপ্রিল) ধলেশ্বরী নদীর তুলসীখালী ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে বলা হয়, গতকাল (২ এপ্রিল) কেরানীগঞ্জের তুলসীখালী ব্রিজ এলাকায় সেনাবাহিনীর টহল দল একটি কিশোর গ্যাংয়ের ১৬ জন সদস্যকে গ্রেফতার করে। ওই সময় কিশোর গ্যাংয়ের সদস্যরা ধলেশ্বরী নদীতে নৌকার ওপর বেশ উচ্চশব্দে গান বাজিয়ে দেশীয় অস্ত্র প্রদর্শন করে নাচানাচি করছিল।

নৌকায় গান বাজিয়ে অস্ত্র হাতে নাচ, ‘ডেঞ্জার গ্যাং’র ১৬ সদস্য ধরা

পরে নৌকাটিকে নিয়ন্ত্রণে নিয়ে তল্লাশি চালিয়ে কিশোর গ্যাং ওরফে ডেঞ্জার গ্যাংয়ের ১৪ সদস্যসহ ৮টি রামদা ও ৭টি কুড়াল উদ্ধার করা হয়। এরপর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আরও দুজন গ্যাং লিডারকে আটক করে সবাইকে কেরানীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

নৌকায় গান বাজিয়ে অস্ত্র হাতে নাচ, ‘ডেঞ্জার গ্যাং’র ১৬ সদস্য ধরা

বর্তমানে সেনাবাহিনীর টহল দল গ্যাংটির পালিয়ে যাওয়া সদস্যদের ধরতে অভিযান চালাচ্ছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

কেআর/এমকেআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।