থাইল্যান্ড ও মিয়ানমারের জনগণের পাশে রয়েছে বাংলাদেশ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১০:১৭ এএম, ০৪ এপ্রিল ২০২৫
মিয়ানমার ও থাইল্যান্ডে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন প্রধান উপদেষ্টাসহ বিমসটেকের অন্য নেতারা

থাইল্যান্ড ও মিয়ানমারে সাম্প্রতিক ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানি ও সম্পদের ক্ষতির কারণে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্ঠা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

তিনি বলেন, এ কঠিন সময়ে থাইল্যান্ড ও মিয়ানমারের জনগণের পাশে রয়েছে বাংলাদেশ।

বিজ্ঞাপন

আজ শুক্রবার (৪ এপ্রিল) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ষষ্ঠ বিমসটেক সম্মেলনে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

বক্তব্যের শুরুতেই তিনি, ভয়াবহ ভূমিকম্পে যারা স্বজন হারিয়েছেন, তাদের প্রতি গভীর সহানুভূতি জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। এ দুই সরকারের শক্তিশালী নেতৃত্ব ও সরকারি প্রচেষ্টার মাধ্যমে এই চ্যালেঞ্জ দ্রুত কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

প্রধান উপদেষ্টা এবং অন্যান্য বিমসটেক নেতারা শীর্ষ সম্মেলনের আগে মিয়ানমার ও থাইল্যান্ডে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন।

এমইউ/এসএনআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।