চাটখিল উপজেলা বিআরডিবির নবনির্বাচিত চেয়ারম্যান মাসুদ রানা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১০:১৮ পিএম, ২৩ এপ্রিল ২০২৫

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি’র) চাটখিল উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মির্জাপুর কৃষক সমবায় সমিতি লিমিটেডের প্রতিনিধি সাবেক ছাত্র নেতা মো. মাসুদ রানা।

বুধবার (২৩ এপ্রিল) দুপুরে সমিতির বিশেষ সাধারণ সভা শেষে ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে এই ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি নুর মোহাম্মদ। এসময় তিনি আরও ৩ জনের নাম ঘোষণা করেন।

অন্য তিনজন হচ্ছেন ছয়ানী টবগা কৃষক সমবায় সমিতি লিমিটেডের প্রতিনিধি মোজাম্মেল হোসেন ভূঁইয়া এবং উত্তর রেজ্জাকপুর কৃষক সমবায় সমিতির প্রতিনিধি মো. হোসেন তানভীর ও পশ্চিম নোয়াখলা বিত্তহীন সমবায় সমিতির প্রতিনিধি মো. ফরহাদ মোজহারকে সদস্য পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আগামী ৩ বছর নবনির্বাচিত কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন।

এদিকে সাবেক এই ছাত্র নেতা বিআরডিবি’র চেয়ারম্যান নির্বাচিত হওয়ার সংবাদে তাকে চাটখিল উপজেলা ও পৌরসভা ছাত্রদলের নেতাকর্মীরা তাৎক্ষণিক ফুলেল শুভেচ্ছা জানান। এছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ মাসুদ রানাকে শুভেচ্ছা জানান।

জেএইচ/এএমএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।