বৈদ্যুতিক লাইনে কাজের সময় ভিডিও ধারণ করলেই ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:০৩ এএম, ২৫ এপ্রিল ২০২৫

পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মরত লাইনক্রুদের মধ্যে কিছু সংখ্যক লাইনক্রু বৈদ্যুতিক লাইনে কাজ করার সময় সোশ্যাল মিডিয়ায় প্রচারের উদ্দেশ্যে ভিডিও ধারণ করে উক্ত ভিডিও বিভিন্ন মাধ্যমে প্রচার করছেন, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করেছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড।

এ ধরনের কর্মকাণ্ড বন্ধ না করলে এর সঙ্গে জড়িত কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে বোর্ড।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পরিচালক হাসিনা বেগম স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে,পল্লী বিদ্যুৎ সমিতির কতিপয় কর্মকর্তা-কর্মচারী কর্তৃক পবিস এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীগণের নিকট হতে চাঁদা উত্তোলন, গণস্বাক্ষর গ্রহণ, ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অসত্য, বিভ্রান্তিকর ও উস্কানিমূলক বক্তব্য প্রচার করাসহ বিভিন্ন দাপ্তরিক শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ড সংঘটিত হচ্ছে। এক্ষেত্রেও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

অফিস আদেশে বলা হয়,পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার/জেনারেল ম্যানেজারগণ উক্ত কর্মকাণ্ড বন্ধের লক্ষ্যে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবেন। অন্যথায় বর্ণিত কর্মকাণ্ডের দায়ভার সংশ্লিষ্ট পবিসের সিনিয়র জেনারেল ম্যানেজার/জেনারেল ম্যানেজারও বহন করবেন।

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যানের অনুমোদনক্রমে এ অফিস আদেশ দেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে।

এনএস/এমএইচআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।