গাড়ির জ্বালানি বরাদ্দ দ্বিগুণ হলো ঐকমত্য কমিশন সদস্যদের

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৩৮ পিএম, ২৯ এপ্রিল ২০২৫
অন্তর্বর্তী সরকারের জন্য বরাদ্দ করা গাড়ি/ফাইল ছবি

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি, পাঁচজন সদস্য ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর (সিনিয়র সচিব পদমর্যাদার) জন্য সরকারের বরাদ্দ করা গাড়ির বিপরীতে জ্বালানি তেলের প্রাপ্যতা ২৫০ লিটারের স্থলে ৫০০ লিটার পুনর্নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) তেলের প্রাপ্যতা দ্বিগুণ করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে অর্থ বিভাগের সম্মতি রয়েছে এবং অর্থ বিভাগের শর্ত অনুসরণীয় বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

গত ১২ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। সংস্কার কমিশনের সুপারিশগুলো বিবেচনা ও গ্রহণের জন্য এ কমিশন গঠন করা হয়।

আরএমএম/এমএএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।