অর্ডিন্যান্স আকারে আইন করে বাংলাদেশ হেলথ সার্ভিস গঠনের সুপারিশ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৬:৫১ পিএম, ০৫ মে ২০২৫
প্রধান উপদেষ্টার সঙ্গে স্বাস্থ্যবিষয়ক সংস্কার কমিশনের সদস্যদের বৈঠক/ছবি: প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজ

অন্তর্বর্তী সরকারের মেয়াদে অর্ডিন্যান্স আকারে আইন প্রণয়ন করে বাংলাদেশ হেলথ সার্ভিস গঠনের সুপারিশ করেছে স্বাস্থ্যবিষয়ক সংস্কার কমিশন।

সোমবার (৫ মে) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে সংস্কার কমিশনের সদস্যরা এ কথা জানান।

এর আগে এদিন বেলা ১১টার দিকে স্বাস্থ্যবিষয়ক সংস্কার কমিশন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে তাদের প্রতিবেদন জমা দেয়।

স্বাস্থ্যবিষয়ক সংস্কার কমিশনের সদস্য অধ্যাপক ডা. সৈয়দ মো. আকরাম হোসেন জানান, সর্বজনীন ও সহজদ্রব্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য অন্যান্য সংশ্লিষ্ট খাতের সঙ্গে এবং জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করে অংশীদারত্বের ভিত্তিতে সম্মিলিতভাবে সেবার ব্যবস্থাপনা করতে হবে।

আরও পড়ুন

তিনি বলেন, পেশাদারত্ব দক্ষতা ও জবাবদিহি নিশ্চিত করতে বিদ্যমান স্বাস্থ্য ক্যাডার পুনর্গঠনের মাধ্যমে প্রশাসনিকভাবে সাহিত্য শাসিত বাংলাদেশ হেলথ সার্ভিস গঠন করতে হবে। বিদ্যমান স্বাস্থ্য ও সংশ্লিষ্ট ক্যাটারগুলোকে পুনর্গঠনপূর্বক একটি পেশাভিত্তিক, দক্ষ ও জবাবদিহিমূলক পৃথক ও স্বাধীন প্রশাসনিক কাঠামো তৈরি করতে হবে, যার নেতৃত্বে থাকবে একটি স্বতন্ত্র সচিবালয় ও একজন মুখ্যসচিব মর্যাদাসম্পন্ন চিকিৎসক।

ব্রিফিংয়ে জানানো হয়, বাংলাদেশ হেলথ সার্ভিসের অধীনে তিনটি খাত-ক্লিনিক্যাল সেবা, জনস্বাস্থ্য ও চিকিৎসা সংশ্লিষ্ট শিক্ষা পরিচালনা করবেন সংশ্লিষ্ট উপপ্রধান ও মহাপরিচালকরা।

বিভাগীয় পর্যায়ে ১১টি আঞ্চলিক স্বাস্থ্য কর্তৃপক্ষ থাকবে এবং বিভাগ জেলা ও উপজেলা পর্যায়ে বিকেন্দ্রীকরণ বাজেট ও পরিকল্পনায় আর্থিক ও প্রশাসনিক স্বাধীনতা প্রদান করে কার্যকর ও স্থানীয় চাহিদা ভিত্তিক সেবা নিশ্চিত করতে হবে বলেও কমিশন জানায়।

এমইউ/ইএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।