জনসমাগম ঘিরে বিমানবন্দর এলাকায় ভাসমান হকারদের হিড়িক

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৫১ এএম, ০৬ মে ২০২৫
বিমানবন্দর এলাকায় ভালো বেচাবিক্রির অপেক্ষায় হকাররা// ছবি: জাগো নিউজ

লন্ডনে দীর্ঘ দিনের চিকিৎসা শেষে আজ মঙ্গলবার দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার এ ফেরা ঘিরে দলের নেতাকর্মী থেকে শুরু করে সর্বসাধারণের মধ্যেও বিরাজ করছে উচ্ছ্বাস-উদ্দীপনা। প্রস্তুত করা হয়েছে গুলশানে সাবেক এ প্রধানমন্ত্রীর বাসভবন ‘ফিরোজা’।

খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে বিএনপির পক্ষ থেকে নানামাত্রিক প্রস্তুতি নেওয়ার কথা আগেই জানানো হয়েছে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তার বাসভবন ফিরোজা পর্যন্ত থাকবে বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। প্রিয় নেত্রীকে স্বাগত জানাতে এরই মধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দলটির নেতাকর্মীরা ঢাকায় জড়ো হতে শুরু করেছেন।

এদিকে, সাবেক প্রধানমন্ত্রীর দেশে ফেরার নিয়ে সম্ভাব্য বিপুল জনসমাগমকে কেন্দ্র করে ঢাকায় ভাসমান হকারদের উপস্থিতি অনেক বেড়েছে। সকাল থেকে তাদের কেউ বাদাম, কেউ ছোলাবুট, কেউ চা-কফি, পানি, কেউ কেউ বিড়ি-সিগারেট বিক্রিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন।

আরও পড়ুন

হকারদের অনেকে হাজির হয়েছেন জাতীয় পতাকা, বিএনপির দলীয় পতাকা, লিফলেট, ফিতা (মাথায় বাঁধা) নিয়ে। সকালে হকারদের অনেকের সঙ্গে কথা হলে তারা জানিয়েছেন, এখনো বিক্রি পুরোদমে শুরু হয়নি। হকাররা একে অন্যের সঙ্গে পরামর্শ করছেন কে কোথায় অবস্থান নিয়ে বেচাকেনা করবেন।

জনসমাগম ঘিরে বিমানবন্দর এলাকায় ভাসমান হকারদের হিড়িক

ভাসমান হকার বাদাম বিক্রেতা মো. সুমন জাগো নিউজকে বলেন, আমরা বছরের প্রতিটি দিন বাদাম বিক্রি করি ফেরি করে। তবে কোনো সমাবেশ, জনসমাগম, ওয়াজ বা গান-বাজনা হলে সেখানে আমরা আগেই চলে যাই। কারণ, জনসমাগম হলে বিক্রিও ভালো হয়।

পানি বিক্রেতা শফিক বলেন, জনসমাগম হলে সব হকাররা এক জায়গায় চলে আসি। বিক্রি ভালো হয়। আজও চলে এসেছি। আমরা নিজেদের মধ্যে আলোচনা করছি কে কোথায় থাকবো (বিক্রি করবো)। যেন এক স্থানে সবাই না থাকি। এখনো মানুষ পুরোপুরি আসেনি, তাই এর ফাঁকে নাস্তাও করে নিলাম।

পান-সিগারেট বিক্রেতা মান্নান বলেন, মানুষ বেশি হলে বিক্রিও বেশি হয়। আমরা স্টেশন এলাকায় বিক্রি করলেও আজ প্রধান সড়কে থাকবো। সভা-সমাবেশ থাকলে দুটো পয়সা বেশি উপার্জন হয়। অপেক্ষায় আছি, দেখা যাক আজ বিক্রি কেমন হয়।

সকাল ১০টার দিকে কাতার রয়েল অ্যাম্বুলেন্সের বিমানযোগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে খালেদা জিয়ার।

জনসমাগম ঘিরে বিমানবন্দর এলাকায় ভাসমান হকারদের হিড়িক

এর আগে বাংলাদেশ সময় সোমবার (৫ মে) রাত ৯টা ৩৫ মিনিটে খালেদা জিয়া ও তার সফরসঙ্গীদের বহনকারী বিশেষ বিমান হিথ্রো বিমানবন্দর ত্যাগ করে। খালেদা জিয়ার সঙ্গে রয়েছেন তার দুই পুত্রবধূ—জুবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান।

আরও পড়ুন

বিগত বছরগুলোতে শামিলা রহমান বিভিন্ন সময়ই দেশে অবস্থান করলেও ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর দেশত্যাগের পর এবারই প্রথম দেশে ফিরতে পারছেন জুবাইদা রহমান।

এর আগে লন্ডনের বাসা থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেই গাড়ি চালিয়ে মাকে হিথ্রো বিমানবন্দরের পৌঁছে দেন। বিমানবন্দরে দলের চেয়ারপারসনকে বিদায় জানাতে যুক্তরাজ্য শাখা বিএনপির নেতাকর্মীদের ঢল নেমেছিল।

ইএআর/এমকেআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।