মানবাধিকারকর্মী কেনেডির সঙ্গে সাক্ষাৎ

‘আয়নাঘর’ এ বন্দি জীবন তুলে ধরলেন মীর আহমাদ বিন কাশেম

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১১:৪৪ এএম, ১৪ মে ২০২৫
ছবি: ফেসবুক থেকে সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের আইনজীবী, লেখক এবং মানবাধিকারকর্মী মেরি কেরি কেনেডির কাছে ‘আয়নাঘর’ এ বন্দি দশায় ৮ বছর কাটানোর দুঃসহ যন্ত্রণাময় দিনগুলোর বর্ণনা দিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক নেতা মীর কাসেম আলীর ছেলে মীর আহমাদ বিন কাশেম।

১৩ মে (মঙ্গলবার) কেরি কেনেডি তার সঙ্গে দেখা করতে গেলে ‘আয়নাঘর’-এর বিভীষিকাময় দিনগুলোর বর্ণনা দিতে গিয়ে মীর আহমাদ কান্নায় ভেঙে পড়েন। এসময় আবেগাপ্লুত কেরি তাকে সান্ত্বনা দেন।

‘আয়না ঘর’ এ বন্দী জীবন তুলে ধরলেন মীর আহমাদ বিন কাশেম

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফাইড ফেসবুক পেজে এ তথ্য জানান।

স্ট্যাটাসে তিনি লেখেন, যখন কেরি কেনেডি ‘আয়নাঘর’-এ মীর আহমাদ বিন কাশেমের সঙ্গে সাক্ষাৎ করেন যেখানে তিনি অন্ধকার ও বন্দিত্বে কাটিয়েছেন দীর্ঘ আট বছর তখন সেই মুহূর্তটি ছিল অত্যন্ত আবেগপূর্ণ।

‘আয়না ঘর’ এ বন্দী জীবন তুলে ধরলেন মীর আহমাদ বিন কাশেম

কেরি কেনেডি, রবার্ট এফ. কেনেডির কন্যা এবং জন এফ. কেনেডির ভাতিজি, যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় মানবাধিকার সংগঠন আরএফকে সেন্টারের প্রধান।

শেখ হাসিনার ১৫ বছরের দুর্নীতিগ্রস্ত ও দমনমূলক শাসনামলে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি আন্তর্জাতিকভাবে তুলে ধরতে নেতৃত্ব দেন তিনি।

এমইউ/এসএনআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।