রাতভর আন্দোলনে সরব জবি শিক্ষকরাও

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:০৩ এএম, ১৬ মে ২০২৫
রাতভর আন্দোলনে সরব জবি শিক্ষকরাও/ছবি- জাগো নিউজ

চার দফা দাবি আদায়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) চলমান অবস্থান কর্মসূচি রাতেও চলছে। রাতভর এই আন্দোলনে শিক্ষার্থীদের পাশাপাশি রয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও।

বৃহস্পতিবার (১৫ মে) দিনভর আন্দোলনের পর গভীর রাতেও কাকরাইল মসজিদ মোড়ে শিক্ষকরা শিক্ষার্থীদের সঙ্গে অবস্থান করছেন।

আন্দোলনে যোগ দেওয়া ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক কামরুল ইসলাম জুয়েল বলেন, শুরু থেকেই এই আন্দোলনে আমাদের শিক্ষকদের সমর্থন ছিল। কাল আমাদের শিক্ষার্থীরা মার খেয়েছে। আজ দিনভর আমাদের অনেক শিক্ষক ছিল। চলমান কর্মসূচি শিক্ষার্থীদের পাশে থাকা দায়িত্ব। আন্দোলন চলছে, চলবে।

jagonews24

এদিকে কাকরাইল মোড়ে শিক্ষার্থীদের কেউ কেউ রাস্তায় শুয়ে পড়ছেন। কেউবা দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দিয়ে যাচ্ছেন। পাশাপাশি গান-আর আড্ডায় মেতে কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তারা। এদিকে যমুনা অভিমুখে সংলগ্ন সড়কে পুলিশ সদস্যরাও সতর্ক অবস্থানে রয়েছেন।

আন্দোলনকারীদের তিন দফা দাবি
১. আবাসনব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি ২০২৫-২৬ অর্থবছর থেকে কার্যকর করতে হবে।

২. জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাঁট না করেই অনুমোদন করতে হবে।

৩. জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করতে হবে।

আরএএস/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।