ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝে দেওয়ার দাবিতে নগর ভবন যাত্রা
ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানো ও দায়িত্ব বুঝে দেওয়ার দাবিতে জাতীয় প্রেস ক্লাব থেকে নগর ভবনের দিকে যাত্রা শুরু করেছেন তার সমর্থকরা।
শনিবার (১৭ মে) বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে যাত্রা শুরু করেন তারা। এর আগে প্রেস ক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা।

তারা বলছেন, আদালতের রায়ের পর ইশরাক হোসেন কেন শপথগ্রহণ করানো হচ্ছে না সেটি আমাদের প্রশ্ন। আমরা অবিলম্বে জনতার মেয়র ইশরাক হোসেন নগর ভবনে দেখতে চাই। আমরা চাই অবিলম্বে তাকে শপথ পড়ানো হোক।
নগর ভবনের দিকে যাত্রা হওয়া মিছিলে কয়েক হাজার মানুষ অংশ নিয়েছেন। অনেকে ইশরাক হোসেনের ছবি সম্বলিত বিভিন্ন প্লেকার্ডও হাতে এনেছেন।
এসময় তারা ‘জনতার মেয়র কোন ভাই,সে আমাদের ইশরাক ভাই’, ‘শপথ চাই শপথ চাই, ইশরাক ভাইয়ের শপথ চাই’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন৷
এনএস/এসএনআর/এএসএম