কালুরঘাট সেতুর উচ্চতা প্রতিবন্ধকে ধাক্কা লেগে প্রাণ গেলো যুবকের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৫০ এএম, ১৮ মে ২০২৫

চট্টগ্রামের কালুরঘাট সেতুর উচ্চতা প্রতিবন্ধকে ধাক্কা লেগে চলন্ত পিকআপ থেকে পড়ে মুহাম্মদ আসিফ (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (১৭ মে) বিকেল সাড়ে ৩টার দিকে কালুরঘাট সেতুর পূর্বপ্রান্তে এ দুর্ঘটনা ঘটে। নিহত আসিফ বোয়ালখালী থানার পোপাদিয়া ইউনিয়নের আকলিয়া গ্রামের তুলাতল এলাকার শের মিয়ার ছেলে। সে কানুনগোপাড়া স্যার আশুতোষ সরকারি কলেজে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানান, আসিফ তার নানার বাড়ি রাঙ্গুনিয়া থেকে পিকআপে করে বিক্রির জন্য একটি গরু ও কাঁঠাল নিয়ে পোপাদিয়ার গ্রামের বাড়িতে ফিরছিল। কর্ণফুলী সেতুর নগরপ্রান্ত থেকে পূর্বপ্রান্ত যাওয়ার সময় ওই পিকআপে দাঁড়িয়ে থাকা আসিফ পূর্বপ্রান্তের উচ্চতা প্রতিবন্ধকের সঙ্গে মাথায় ধাক্কা লেগে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যান। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, কালুরঘাট সেতুর সঙ্গে ধাক্কা লেগে আহত এক যুবককে হাসপাতালে আনা হয়। পরে জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এমডিআইএইচ/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।