ঝটিকা মিছিল

নিষিদ্ধ ছাত্রলীগের নড়াইল জেলা সভাপতি নাইম গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:১১ এএম, ১৯ মে ২০২৫
নিষিদ্ধ ছাত্রলীগের নড়াইল জেলা সভাপতি নাইম ভুঁইয়া

 

রাজধানীর বাইতুল মোকাররম মসজিদের দক্ষিণ গেট এলাকায় ঝটিকা মিছিল শেষে পালানোর সময় নিষিদ্ধ ছাত্রলীগের নড়াইল জেলা সভাপতি নাইম ভুঁইয়াকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। নাইম ভুঁইয়া নড়াইলে সংঘটিত বৈষম্যবিরোধী আন্দোলনে প্রত্যক্ষ হামলাকারী এবং আন্দোলনে হামলার একাধিক মামলার এজাহারনামীয় আসামি।

রোববার (১৮ মে) বিকেল সাড়ে ৪টার দিকে তাকে মিছিল শেষে তাকে গ্রেফতার করে পল্টন মডেল থানা পুলিশ। জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট থানার সেকেন্ড অফিসার মোমিনুর রহমান। জানা যায়, গ্রেফতার নাইম ভুঁইয়া নড়াইল পৌরসভার ভওয়াখালীর জাফর ভুঁইয়ার ছেলে।

পল্টন মডেল থানা সূত্রে জানা যায়, বিকেলে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেট এলাকায় মিছিল বের করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় বেশ কয়েকজনকে গ্রেফতার করে পল্টন মডেল থানা ও ডিবি পুলিশের সদস্যরা। মিছিলের ঘটনায় এখন পর্যন্ত নাইম ভূইয়াসহ আটজনকে আটক করে পল্টন থানায় আনা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এমআইএন/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।