নতুন করে ‘ভোটার কার্ড’ তৈরির আহ্বান বিপ্লবী গণজোটের

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৫৬ পিএম, ২০ মে ২০২৫
নির্বাচন কমিশনে বিপ্লবী গণজোটের বৈঠক

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ভিতিত্তে ভোটার কার্ড তৈরি করতে প্রস্তাব দিয়েছে বিপ্লবী গণজোটের সাত সদস্যের প্রতিনিধিদল। বিপ্লবী গণজোটের দলগুলো হলো: গণমুক্তি পার্টি, বাংলাদেশ গ্রীন পার্টি, বিপ্লবী গরিব পার্টি, বাংলাদেশ সর্বজনীন দল, পিস ফোরাম ও প্রয়াত নেতা স্মৃতি সংসদ।

মঙ্গলবার (২০ মে) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশনের সঙ্গে তাদের বৈঠক হয়।

বৈঠকে সিইসিসহ চারজন নির্বাচন কমিশনার উপস্থিত ছিলেন।

সিইসিকে বিপ্লবী গণজোট প্রস্তাব দেয়, ভোটার কার্ড জমা দিয়ে ব্যালট নেবে ভোটার। এতে একজনের ভোট আরেকজন দেওয়ার সুযোগ থাকবে না। এ কাজে সর্বোচ্চ ৯০০ কোটি টাকা ব্যয় হবে। প্রার্থীরা হাজার হাজার কোটি টাকা ব্যয় করে। এতে অযোগ্য, দেশবিরোধী, লুটেরারা নির্বাচিত হয়। এ ধরনের নির্বাচন ব্যবস্থা কায়েম করলে সেটা আর থাকবে না।

বৈঠক শেষে বাংলাদেশ গণমুক্তি পার্টির সাধারণ সম্পাদক আবদুল মোমেন সাংবাদিকদের বলেন, ১/১১ সরকার নিবন্ধন আইন নামে জঘন্য আইন চালু করেছিল। এ নিয়ে আমরা আন্দোলন করে আসছি। শেখ হাসিনা সরকারে এসে সেই নিবন্ধন প্রক্রিয়া আরও কঠিন করেছিল। এতে রাজনীতিকে এমন একটা কঠিন পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল যে একটা দল চালাতে মাসে কমপক্ষে ৩০ লাখ টাকা লাগবে। আমরা সেটির প্রতিবাদ করেছিলাম। আজ সে নিয়ে কথা বললাম।

এমওএস/এমএইচআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।