ঢাকায় মুষলধারে বৃষ্টি, ঝরছে উপকূলেও

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৫৫ এএম, ২২ মে ২০২৫
ছবি: মাহবুব আলম

বর্ষা মৌসুম শুরুর আগেই এবার স্বাভাবিকের চেয়ে বৃষ্টিপাত বেশি হচ্ছে। তবে এটিকে ‘খুব স্বাভাবিক’ বলছেন আবহাওয়াবিদরা। গত তিনদিন ধরে রাজধানী ঢাকায়ও মোটামুটি মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। উপকূলীয় অঞ্চলগুলোতেও ঝরছে বৃষ্টি।

বৃহস্পতিবার (২২ মে) সকালে ঢাকায় টানা প্রায় এক ঘণ্টা বৃষ্টি হয়েছে৷ সকাল সোয়া ১০টার দিকে এ বৃষ্টি শুরু হয়। এর আগে সকাল থেকে ঢাকা আকাশ ছিল কালো মেঘে ঢাকা। বেলা সাড়ে ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ঢাকার বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে।

ঢাকায় মুষলধারে বৃষ্টি, ঝরছে উপকূলেও

আরও পড়ুন

আবহাওয়া অফিস বলছে, প্রাক-বর্ষা মৌসুমে বৃষ্টিপাত বেশিক্ষণ দীর্ঘ হয় না। ঢাকায় এখন যে বৃষ্টিপাত হচ্ছে, তা দুপুরের আগেই কমে যাবে।

সকালে আবহাওয়াবিদ একেএম নাজমুল হক জাগো নিউজকে বলেন, ঢাকা, ময়মনসিংহ ও কুমিল্লা অঞ্চলে বৃষ্টি হচ্ছে। উপকূলেও বৃষ্টি ঝরছে। এখন যে মেঘ তার বৃষ্টি বেশিক্ষণ থাকবে না। বর্ষা মৌসুম হলে মেঘ থেকে দিনভর বৃষ্টি হতো।

তিনি বলেন, এই বৃষ্টির পর ঢাকায় তাপমাত্রা খুব বেশি বাড়বে না। গরমের অনুভূতি কম হবে।

ঢাকায় মুষলধারে বৃষ্টি, ঝরছে উপকূলেও

এদিকে, মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত চলতি মে মাসেই হয়েছে। গত মঙ্গলবার সিলেটে একদিনে মৌসুমের সর্বোচ্চ ১৯২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

আরও পড়ুন

গতকাল বুধবার সকাল থেকে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১১০ মিলিমিটার বৃষ্টি হয়েছে সিলেটে। এসময় ঢাকায় ৩৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

আরএএস/এমকেআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।