রেল দুর্ঘটনায় আহতদের আর্থিক সহায়তা প্রদান
রাজধানীর কমলাপুরে ট্রেন-কাভার্ড ভ্যান দুর্ঘটনায় আহতদের আর্থিক সহায়তা দিয়েছেন রেলপথমন্ত্রী মুজিবুল হক। সোমবার বিকেল সাড়ে পাঁচটায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন দুর্ঘটনায় আহতদের সঙ্গে সাক্ষাত করে প্রত্যেকের হাতে ২০ হাজার করে নগদ টাকা তুলে দেন তিনি।
এ সময় রেলপথমন্ত্রী বলেন, এ ঘটনায় তদন্ত কমিটি হয়েছে। আগামী তিনদিনের মধ্যে কমিটি তাদের তদন্ত প্রতিবেদন জমা দেবেন। প্রতিবেদন হাতে পাওয়ার পরই সঠিক ঘটনা জানা যাবে। দুর্ঘটনায় নিহতদের পরিবারকেও আর্থিক সহায়তা দেওয়া হবে বলে জানান রেলপথমন্ত্রী।
মন্ত্রী আরো বলেন, রেল দুর্ঘটনা এড়াতে বিভিন্ন এলাকায় লোক নিয়োগ করা হবে। এছাড়া দুর্ঘটনার বিষয়ে জনগণকে সতর্ক করতে পদক্ষেপ নেওয়া হবে।
উল্লেখ্য, সোমবার রাজধানীর কমলাপুরে ট্রেন-কাভার্ড ভ্যান সংঘর্ষে শেষ খবর পাওয়া পর্যন্ত ছয়জন নিহত হয়েছেন। এছাড়া এক আনসার সদস্যসহ ৮-১০ জন আহত হয়েছেন।