নাইমের দারুণ বোলিংয়ের পর নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট ড্র

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪:৫৩ পিএম, ২৪ মে ২০২৫

নিউজিল্যান্ড ‘এ’ দল চতুর্থ দিন শুরু করেছিল ৪ উইকেটে ২৭৭ রান নিয়ে। তাদের প্রথম ইনিংসে ৩৭৯ রানেই থামিয়ে দিয়েছে বাংলাদেশ ‘এ’ দল।

শেষ পর্যন্ত ড্র হয়েছে চারদিনের অনানুষ্ঠানিক টেস্টটি। নিউজিল্যান্ড দুই ম্যাচের সিরিজ জিতেছে ১-০ ব্যবধানে।

মিরপুর শেরে বাংলায় চতুর্থ ও শেষদিনে ৮০ রানেই নিউজিল্যােন্ডের শেষ ৬ উইকেট তুলে নেয় বাংলাদেশ। এর মধ্যে ৪টি উইকেট শিকার করেন অফস্পিনার নাইম হাসান।

প্রথম ইনিংসে বাংলাদেশ ‘এ’ দল করেছিল ৩৫৭। নিউজিল্যান্ড জবাবে অলআউট হয় ৩৭৯ রানে। অর্থাৎ ২২ রানের লিড পায় সফরকারীরা।

জবাবে ২৪ ওভারে বাংলাদেশ ২ উইকেটে ৮৭ রান তুললে ড্র মেনে নেয় দুই পক্ষ। এনামুল হক বিজয় ২৪ আর সাইফ হাসান আউট হন ১৬ রান করে। জাকির হাসান ২৪ আর অমিত হাসান ২১ রানে অপরাজিত থাকেন।

সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ ‘এ’ প্রথম ইনিংস: ৮৯.৫ ওভারে ৩৫৭/১০ (এনামুল হক বিজয় ৪৮, নাইম শেখ ৮২, অমিত হাসান ৬৭, সাইফ হাসান ৫১, নুরুল হাসান সোহান ৪৮; বেন লিস্টার ৩/৪৩)

নিউজিল্যান্ড ‘এ’ প্রথম ইনিংস: ১২৫.২ ওভারে ৩৭৯/১০ (নিক কেলি ১০৩, কুর্তিস হিফি ৭১, জো কার্টার ৬২; নাইম হাসান ৪/১০২, খালেদ আহমেদ ৩/১০০)

বাংলাদেশ ‘এ’ দ্বিতীয় ইনিংস: ২৪ ওভারে ৮৭/২ (এনামুল বিজয় ২৪, জাকির হাসান ২৪*, সাইফ হাসান ১৬, অমিত হাসান ২১*)।

ফল: ম্যাচ ড্র।

এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।