রেল দুর্ঘটনায় মামলা দায়ের


প্রকাশিত: ০২:৩৩ পিএম, ২৯ ডিসেম্বর ২০১৪

কমলাপুর রেলস্টেশনে ট্রেন ও কাভার্ড ভ্যানের মধ্যে সংঘর্ষের ঘটনা রেলওয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার বিকেল ৪টার দিকে বাংলাদেশ রেলওয়ের উপসহকারী প্রকৌশলী আবদুল মদিন বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যানের চালককে এ মামলায় আসামি করা হয়েছে। তবে কাভার্ড ভ্যানের চালকের নাম জানা যায়নি।

এর আগে কমলাপুরের এঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলপথ মন্ত্রণালয়। সোমবার দুর্ঘটনাস্থল পরিদর্শনে এসে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক।

তদন্ত কমিটির প্রধান করা হয়েছে রেলওয়ে বিভাগীয় পরিবহণ কর্মকর্তা নাজমুল হাসানকে। আাগামী তিন দিনের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, সোমবার দুপুর ১টার দিকে রাজধানীর কমলাপুরের টিটিপাড়ায় লেবেল ক্রসিংয়ে ট্রেন ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে  ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।