কর্ণফুলী টানেল মেরামত

রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত বন্ধ থাকছে একপাশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৫:২৮ পিএম, ২৬ মে ২০২৫
কর্ণফুলী টানেল/ফাইল ছবি

যন্ত্রাংশ মেরামতের কাজের জন্য কর্ণফুলী টানেলের একটি টিউবে রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত যান চলাচল বন্ধ রাখা হয়েছে। ২৮ মে পর্যন্ত এই মেরামতের কাজ চলতে পারে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

টানেল কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার (২৫ মে) রাত ১০টা থেকে টানেলের দক্ষিণ পাশের টিউবে কাজ শুরু করেন প্রকৌশলী ও শ্রমিকরা। বর্তমানে টানেলের উত্তর পাশের টিউব দিয়ে চলছে যানবাহন।

কর্ণফুলী টানেলের নিরাপত্তা ব্যবস্থাপক লেফটেন্যান্ট কমান্ডার ফারুক আহমেদ জানান, জনসাধারণের ভোগান্তি কমাতে টানেলে রাতের বেলায় মেরামত কাজ শুরু করা হয়েছে। রোববার রাত ১০টা থেকে টানেলের বিভিন্ন যন্ত্রাংশের মেরামত কাজের অংশ হিসেবে এ কাজ শুরু করা হয়েছে। মোট চারদিন এ কাজ চলবে। প্রতিদিন রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত কাজ চলবে। রাতের বেলা একটি টিউব দিয়ে উভয় প্রান্তের গাড়ি চলাচল করবে। তবে দিনের বেলায় উভয় টিউব দিয়ে গাড়ি চলাচল করবে।

চীনের ঋণ ও বাংলাদেশ সরকারের অর্থায়নে নির্মিত দুই লেনের এই ডুয়েল টানেল ২০২৩ সালের অক্টোবরে যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়। মূল টিউবের দৈর্ঘ্য ২ দশমিক ৪৫ কিলোমিটার। টিউব দুটি নদীর তলদেশ থেকে ১৮ মিটার থেকে ৩১ মিটার গভীর দিয়ে পতেঙ্গা ও আনোয়ারাকে যুক্ত করেছে। একটি টিউব থেকে আরেক টিউবের দূরত্ব ১২ মিটার। টিউব দুটিতে যাতায়াতের চারটি পথ আছে। ৩৫.৪ ফুট চওড়া ও ১৬ ফুট উচ্চতার টানেলের একটি টিউবের দুই লেনে একমুখী গাড়ি চলাচল করে।

এমডিআইএইচ/ইএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।