সফরের তৃতীয় দিন

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক আজ

মনিরুজ্জামান উজ্জ্বল
মনিরুজ্জামান উজ্জ্বল মনিরুজ্জামান উজ্জ্বল , বিশেষ সংবাদদাতা টোকিও থেকে
প্রকাশিত: ০৮:৩৮ এএম, ৩০ মে ২০২৫

জাপান সফরের তৃতীয় দিনে আজ শুক্রবার (৩০মে) বাংলাদেশ সময় বিকেল আড়াইটায় জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকে ১ বিলিয়ন আর্থিক সহায়তা আসতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রেস সচিব শফিকুল আলম।

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে প্রধান উপদেষ্টা ব্যবসায়ী প্রতিনিধিদের সংগঠন জেটরোর সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে মূলত বাংলাদেশে জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা হবে।

আরও পড়ুন:

সন্ধ্যা সাড়ে ৬টায় তিনি জাপানের শোকা ইউনিভার্সিটি থেকে প্রধান অনারারি ডক্টরেট ডিগ্রি গ্রহণ করবেন।

এছাড়াও প্রধান উপদেষ্টা বাংলাদেশ দূতাবাসের আয়োজনে জাপান প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সঙ্গে বৈঠক করবেন।

বাংলাদেশ দলের ডেলিগেট সদস্য হিসেবে বেলা সাড়ে ১১টায় জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরেজমিনে দেখা যায়, প্রধান উপদেষ্টাকে গার্ড অব অনার প্রদানের জন্য বাদক দলের অনুশীলন চলছে।

এমইউ/এসএনআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।