জাপান সফরে প্রধান উপদেষ্টা

শুক্রবার আসতে পারে ১ বিলিয়ন ডলারের সহায়তার ঘোষণা

মনিরুজ্জামান উজ্জ্বল
মনিরুজ্জামান উজ্জ্বল মনিরুজ্জামান উজ্জ্বল , বিশেষ সংবাদদাতা জাপান থেকে
প্রকাশিত: ০৬:১০ পিএম, ২৯ মে ২০২৫

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে আগামীকাল (৩০ মে) দ্বিপাক্ষিক বৈঠকে বসছেন দেশটিতে সফররত বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. ইউনূস। বৈঠকে জাপান থেকে ১ বিলিয়ন ডলারেরও বেশি সহায়তা পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

প্রেস সচিব জাগো নিউজকে বলেন, আগামীকাল (৩০ মে) সকাল ১০টার দিকে জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার দ্বিপাক্ষিক বৈঠক হবে। আমরা আশা করছি, বৈঠকটি ফলপ্রসূ হবে এবং জাপান সরকার ১ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি সহায়তা ঘোষণা করবে।

শুক্রবার আসতে পারে ১ বিলিয়ন ডলারের সহায়তার ঘোষণা

তিনি আরও জানান, প্রস্তাবিত সহায়তার মধ্যে ৫০০ মিলিয়ন ডলার সরাসরি বাজেট সাপোর্ট হিসেবে দেওয়ার কথা রয়েছে। বাংলাদেশ বর্তমানে একটি পুনর্গঠনের সময়কাল পার করছে। এই পরিস্থিতিতে জাপানের সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এএএম/এমআইএইচএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।