চাপাতি নিয়ে এফডিসিতে হামলা-ভাঙচুর, হামলাকারী যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৩৩ পিএম, ৩১ মে ২০২৫
হামলাকারী যুবককে গ্রেফতার করেছে পুলিশ

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) ঢুকে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মানিক মিয়া নামের হামলাকারী এক যুবককে গ্রেফতার করেছে শিল্পাঞ্চল থানা পুলিশ।

শনিবার (৩১ মে) রাতে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

ওসি জানান, এফডিসিতে হামলার অভিযোগে এফডিসির লোকজনের সহায়তায় মানিক মিয়া নামের ওই যুবককে গ্রেফতার করে থানায় আনা হয়। এ ঘটনায় এফডিসি কর্তৃপক্ষ মামলা করছে। এ মামলায় আগামীকাল তাকে আদালতে পাঠানো হবে।

পুলিশের অন্য একটি সূত্র জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মানিক নামের ওই যুবক মাদকাসক্ত। ঠিক কী কারণে সে চাপাতি হাতে কেপিআইভুক্ত এলাকায় ঢুকে এ ধরনের কর্মকাণ্ড করেছে সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে চাপাতি হাতে ওই যুবক এফডিসিতে প্রবেশ করে চলচ্চিত্র পরিচালক খোরশেদ আলম খসরু ও এস এ হক অলিককে খুঁজতে থাকেন। তাদের না পেয়ে একপর্যায়ে এফডিসির প্রশাসনিক ভবনে ঢুকে সেখানকার বেশকিছু গ্লাস ভাঙচুর করেন।

এসময় উপস্থিত জনতা পুলিশকে খবর দিলে শিল্পাঞ্চল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে হামলাকারী যুবককে গ্রেফতার করে।

কেআর/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।